আমাদের সফলতা

আমাদের সাফল্য

Miz@n’s Cadet School তার শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের জন্য গর্বিত। প্রতি বছর আমরা শিক্ষার মান, প্রতিযোগিতা ও শৃঙ্খলার ক্ষেত্রে অসাধারণ ফলাফল অর্জন করি। আমাদের শিক্ষার্থীরা Bangladesh Kindergarten Association–এর প্রতিযোগিতায় পীরগঞ্জ উপজেলায় ধারাবাহিকভাবে গৌরবজনক অবস্থান করছে।

২০২২ সালের সাফল্য

  • মোট ৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, যার মধ্যে ২ জন Talent Pool

  • পীরগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য অবস্থান অর্জন।

২০২৩ সালের সাফল্য

  • মোট ২৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী:

    • ৬ জন Talent Pool

    • ১৩ জন General Grade

    • ৭ জন Special Grade

  • পীরগঞ্জ উপজেলায় প্রথম স্থান অর্জন।

২০২৪ সালের সাফল্য

  • মোট ২৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী:

    • ৫ জন Talent Pool

    • ৯ জন General Grade

    • ৯ জন Special Grade

  • পীরগঞ্জ উপজেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয় গৌরব অর্জন।

  • NBKPSS বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮ম বর্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী ৫ জন বিজয়ী হিসেবে স্বীকৃতি পায়।

আমরা বিশ্বাস করি — ধারাবাহিক পরিশ্রম, নৈতিকতা এবং শৃঙ্খলা শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের মূল চাবিকাঠি।

Chat